কলারোয়া

কলারোয়ার ইউএনও, মেয়র-ওসিকে বড়দিনের শুভেচ্ছা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় খৃষ্টান ধর্মের বড় উৎসব (বড়দিন) উদযাপন হতে যাচ্ছে।

মঙ্গলবার (২০ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা খৃষ্টান এসোসিয়েশনের সভাপতি, প্রশান্ত মন্ডল ও সাধারণ সম্পাদক, রনজিৎ মন্ডল উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌরসভার মেয়র, মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা খৃষ্টান এসোসিয়েশনের সদস্য পঞ্চনন মন্ডল, রুবেন বারিকদার,ডেবিট সরদার, বিশ্ব মন্ডল, তপন মন্ডল প্রমুখ।

কলারোয়া উপজেলা খৃষ্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল জানান-এবার উপজেলার ১২টি ইউনিয়নে ২৪স্থানে বড়দিন উৎসব উদযাপন হবে।

ধানদিয়া ক্যাথলিক মিশন, জয়নগর ক্যাথলিক মিশন, কয়লা ক্যাথলিক মিশন, জেলটুপি ক্যাথলিক মিশন, খোরদো ক্যাথলিক মিশন, কামারালী ক্যাথলিক মিশন, শাকদহ ক্যাথলিক মিশন, গোয়ালচারত ক্যাথলিক মিশন, ক্ষেত্রপাড়া ক্যাথলিক মিশন, রঘুনাথপুর ক্যাথলিক মিশন, ওফাপুর ক্যাথলিক মিশন, কাজিরহাট ক্যাথলিক মিশন, ওফাপুর শালোম চার্চ, বলিয়ানপুর শালোম চার্চ, রামকৃষ্ণপুর শালোম চার্চ, ভিখালী লুথারেন্স চার্চ, শাকদহ ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি শালোম চার্চ, জালালাবাদ টালিথাকুমী চার্চ, ক্ষেত্রপাড়া শালোম চার্চ, রামকৃষ্ণপুর টালিথাকুমী চার্চ, কুশোডাঙ্গা লুথারেন্স চার্চ ও গাজনা টালি থাকুমী চার্চ এর বড়দিন উৎসব পালন করা হবে। তিনি আরো জানান এই সকল মিশনের মধ্যে কয়েকটি মিশনে ঝুকি রয়েছে। এজন্য তিনি উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য-প্রতিবছর ডিসেম্বরের ২৫তারিখ মেতে ওঠে বড়দিনের আনন্দে। যিশুখ্রিষ্টের জন্মদিনের এই উৎসব পৃথিবীর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button