আন্তর্জাতিক

কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার হামলা, নিহত ১

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার কিয়েভের ওই আবাসিক ভবনে রুশ বাহিনী হামলা চালায়। খবর সিএনএনের।ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর দারনিতস্কি জেলার একটি ১৬তলা ভবনে আগুন ও ক্ষতির খবর পেয়েছে।ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেখান থেকে প্রায় ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।পরে আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে জরুরি পরিষেবা সার্ভিস।উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২২তম দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button