রাজনীতি

মিশকাত – সাইফুল – তুহিন এর নেতৃত্বে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি।

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে৷ আজ ২১ মে, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মোল্লা রহমাতুল্লাহ ও সদস্য সচিব মুনতাসির মাহমুদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত দাপ্তরিক কমিটিতে সভাপতি হিসাবে স্থান পেয়েছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মিশকাতুল ইসলাম মিজবাহ৷
সাধারণ সম্পাদক হিসাবে রাখা হয়েছে দীর্ঘ প্রায় ১ বছর ধরে কারাবন্দী তেরখাদা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলামকে। সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক হাসানুল ইসলাম তুহিন৷

 

৩৪ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে দপ্তর সম্পাদক মো. মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মাসূদ করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন শেখ, সমাজসেবা সম্পাদক প্রান্ত রহমান, ক্রিড়া সম্পাদক রিয়াজ সরদার ও ছাত্রী বিষয়ক সম্পাদক হিসাবে রাইসা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

 

ঘোষিত কমিটিতে সহ সভাপতি হিসাবে স্থান পেয়েছেন হাফেজ আরিফুল ইসলাম, আব্দুল আজিম, ইব্রাহিম আশরাফ ও মাফিদ ইসলাম রুদ্র৷ যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন আরিফিন শিকদার রনি, আশরাফ আলম ও জাকির হোসেন পিয়াস। সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন হেমায়েত সরদার, আলী আজম ও শাওন হোসেন। এছাড়াও আলীম মোল্লা, আলী আকবার, মনির ইসলাম আলীম সরদার, ইমামুম শেখ ও খাদিজা রহমানকে বিভিন্ন উপ সম্পাদক ও সহ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে৷

 

কার্যনির্বাহী সদস্য হিসাবে রয়েছেন আরাফাত লাল মিয়া, তুহিন শেখ, আব্দুল আলিম, মোজাফফার হোসেন, মোয়াজ মোল্লা, গফফার বিশ্বাস, হাফেজ ক্বারী মাওলানা রেজোয়ান ইসলাম, বায়েজীদ শেখ ও মইনুল ইসলাম৷

 

এর মধ্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button