সাহিত্য ও সংস্কৃতি

‘নারী’

শরদিন্দু কর্মকার

মানুষ কেন বলে মোদের… নারীর নিজস্ব নাই কিছু। আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু ।।

বাপের ঘরে লক্ষ্মী আমি …. স্বামীর ঘরে অন্নপূর্ণা। ছেলের ঘরে জননী আমি…. আমি ছাড়া সংসার অসম্পূর্ণা।।

আমার থেকে আপন করতে

আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে ।।

গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই। তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ।।

ভারতমাতা সেও নারী

নারী জগদ্ধাত্রী। নারী হল এ জগতের ….. সবার জন্মদাত্রী ।।

পুরুষতান্ত্রিক সমাজ তাই …. পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই, ‘নারী’… গর্ভে ধারণ করে ।।

মহাকাল আমার পদতলে … শায়িত চিরকাল। আমি ছাড়া এ জগৎ-সংসার, সবই হবে অচল ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button