অন্যান্য সংবাদ

বেইলী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বেইলী রোডে ‘গ্রিন কজি কোট শপিংমেলে’ কাচ্চি ভাই হোটেলে ভয়বাহ অগ্নিকাণ্ডে ৪৫ জনের মর্মান্তিক মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনার গভীর শোক প্রকাশ ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

আজ এক বিবৃতিতে তারা বলেন, রাজধানী ঢাকার বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডসহ আরো কয়েকটি অগ্নিকান্ডে প্রাণ হানির ভয়াবহতার রেশ না কাটতেই এই প্রাণ সংহারী আগুনের ঘটনা সকলকে হতবিহ্বল করছে। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে কয়েকজনের আহত হন।

 

বিবৃতিতে তারা বলেন, ঢাকার উচ্চবিত্তদের এলাকায় এত সুউচ্চভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই এটা মেনে নেয়া যায় না। এ ঘটনায় যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের বেশির ভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগেছেন। ভবনের ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িতে বড় বড় গ্যাস সিলিন্ডার ছিল। সেগুলোতে আগুন ধরে যাওয়ায় লোকজন বের হতে পারেননি।

 

বিবৃতিতে তারা অগ্নিকান্ডে নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button