দিবস

নারীর অথনৈতিক রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নারী মুক্তির পূর্বশর্ত।

রোকেয়া দিবস আলোচনা সভায় বক্তরা।

নিজস্ব প্রতিবেদক :

 

নারীর অথনৈতিক রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নারী মুক্তির পূর্বশর্ত। পরিবার সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীর সমঅধিকার নিচ্ছিত করতে নারীকে আরো অধিক সচেতন ও সংগঠিত হতে হবে। সচেতন ও সংগঠিত হওয়া ছাড়া নারী মুক্তি সম্ভব নয়।

 

বেগম রোকেয়া বাংলার নারীকে সেই স্বপ্ন দেখিয়েছেন। বেগম রোকেয়া আজ ১৫০ আগে বাংলা নারী জাগরণে যে বক্তব্য দিয়েছেন আজ একাবিংশ শতাব্দিতেও সেই কথা উচ্চরণ করার ক্ষেত্রে অনেকেই সাহস দেখাছেন না। বেগম রোকেয়ার সাহস সৃষ্টি হয়েছিল সমাজ সচেতনার মধ্যে দিয়ে। আজকেও নারীকে সেই সাহসী উচ্চরণ করতে হলে নারীকে সচেতন হওয়ার কোন বিকল্প নাই। এ লক্ষে নারী শিক্ষায়—দীক্ষায়, জ্ঞানে—বিজ্ঞানে, ধনে—মানে প্রতিষ্ঠিত হতে হবে। বক্তারা আরো বলেন, বাবা—মায়ের সম্পত্তির উপর ছেলে—মেয়ের সমঅধিকার যতদিনের প্রতিষ্ঠিত না হবে ততদিন নারীরা বৈষ্যমের শিকার হবে।

 

৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, বিকাল ৩:৩০টায়, তোপখানা রোড (ওয়ার্কার্স পার্টির কার্যালয় চত্বরে) ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের কেন্দ্রীয় নেত্রী এড. জোবায়দা পারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহামুদুর হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এড. সুরাইয়া বেগম, অধ্যাপক সিতুল মুন্না হাসান, শাহানা ফেরদৌসী লাকী, ছাত্রনেতা অতুলন দাস আলো প্রমুখ। সভা পরিচালনা করবেন নারী মুক্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী সিকদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button