যশোর

দেবরের হামলায় ভাবি আহত। 

কেশবপুর ( যশোর)  প্রতিনিধি :

 

কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে দেবর বখতিয়ার রহমানের হামলায় ভাবি সালেহ বেগম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত আলী বক্স মোড়লের পূত্র নাজিমুদ্দীন জীবিকার প্রয়োজনে বিভিন্ন সময় বাড়িতে না থাকায় তার স্ত্রী সালেহা বেগম (৩৪) এলাকার মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে। তার ১টি মেয়ে ও ২ টি ছেলেকে স্কুলে লেখা-পড়া করা সহ পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু তার দেবর বখতিয়ার রহমান একজন হিংসা প্রকৃতির মানুষ। সে প্রায়ই তার ভাবির সাথে বিনা কারণে গায়ে পড়ে ঝগড়া করে মারপিট করে। কিন্তু সালেহা বেগমের স্বামী নাজিমুদ্দীন নীরিহ মানুষ হওয়ায় সে কোন প্রতিবাদ করে না।

 

গত ৩ এপ্রিল দুপুরে নাজিমুদ্দীন বাড়িতে না থাকার সূযোগে বখতিয়ার রহমান তার ভাইয়ের অংশের জমি গাছের ডাল দিয়ে জোরপূর্বক ঘিরতে থাকে। এসময় সালেহা বেগম তার স্বামীর জমি গাছের ডাল দিয়ে ঘিরতে নিষেধ করলে দেবর বখতিয়ার রহমান ও তার স্ত্রী জারিয়া বেগম-সহ তার দোসররা সালেহা বেগমের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে চড়, লাথি, কিল, ঘুসি মারাসহ শ্লীলতা হানি করার চেষ্টা করা সহ শরীরের কাপড় চোপড় টেনে হিচড়ে ছিড়ে দেয়। তাছাড়া তারা সালেহা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।

 

আহতাবস্থায় সালেহা বেগমকে প্রথমে স্থানীয় ডাক্তার ও পরবর্তীতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সালেহা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। যা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button