ইট ভাটা শ্রমিকের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ।
মোঃ নুরউল্লাহ হোসেন,
আটুলিয়া ( শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভ্যান চালক আবু মুসার ছেলে মাহমুদ আলী (২৫ ) একই গ্ৰামের মূত শামছুর মোড়লের ছেলে হাবিবুর মোড়ল ৩৫ ও ফেরদৌস মোড়ল ৪০ দুই ভাই ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে যায় ।হেমায়েতপুর পৌরসভা বাইলাপুর ফাহাদ ব্রিক ফিল্ডে । মাহমুদ আলী নামে এক ইট ভাটা শ্রমিককের উপর জোর পূর্বে লাঠি দিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে এবং শরীরের বিভিন্নস্থানে কালো বর্ণের স্পট পড়ে থাকতে দেখা যায় ।
ঘটনা সূত্র জানা যায়, ইট ভাটার সরদার শ্রমিককে টাকা না দেওয়ায় । বিগত ০৪/০৩/২০২৩তারিখ সোমবার ইট ভাটা থেকে মাহমুদ আলী বাসায় চলে আসে । পরবর্তীতে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন ও হাবিবুর রহমান (হাবু)র মাধ্যমে মাহমুদ আলী পুনরায় ভাটায় যায় । গত কয়েক সপ্তাহ কাজ করার ফলে শরীরিক অসুস্থ হয়ে পড়ে মাহমুদ আলী । এমতাবস্থায় ২৮/০৩/২০২৩ তারিখে ইট ভাটার সরদার হাবিবুর মোড়ল ও ফেরদৌস মোড়ল দুই ভাই একত্রে মারপিট করে এমনটা বলেন মাহমুদ আলী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইট ভাটা সরদার হাবিবুর মোড়ল বলেন – মাহমুদ আলী ভাটায় প্রতিনিয়ত কাজে উঠে না । ডাকতে গেলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে ফেরদৌস যেয়ে লাঠির আঘাত করে। এবং ১৭ হাজার টাকার দাবি করেন সরদার হাবিবুর মোড়ল
বর্তমানে মাহমুদ আলী বাসায় গ্রাম্য ডাক্তার দেখিয়ে সাধারণ চলাচল করছে।