অন্যান্য সংবাদ

খুলনায় ৬ স্থানে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান।

শহিদুল্লাহ্ আল আজাদ.

স্টাফ রিপোর্টার

 

খুলনায় ছয়টি স্থানে আবার বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান। আজ রোববার ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এটি। শিক্ষার্থীরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ। এর আগে গত ১৮ অক্টোবর বিকালে তারা নগরীর শিববাড়ী মোড়ে বিনা লাভের দোকান পরিচালনা করেন। তখন প্রতি শুক্রবার এই দোকান চালানোর ঘোষণা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির কারণে ওই দিন দোকান বসেনি। তবে ২৭ শে অক্টোবর থেকে প্রতিদিন নগরীর ছয়টি স্থানে এ দোকান বসবে।

শিক্ষার্থীরা জানান, নগরীর শিববাড়ী মোড়, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর বিআইডিসি রোডের চিত্রালী মার্কেটে চালানো বসবে এই দোকান। চলবে সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এসব দোকানে বাজারের তুলনায় কম দামে মসুর ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও তিন থেকে চার ধরনের সবজি বিক্রি হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নগরীর ৩১টি ওয়ার্ডে এ দোকান চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, প্রথম দিন ক্রেতার ভালো সাড়া ছিল। তবে ব্যাগ দিতে গিয়ে ৩০০ টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অভিজ্ঞতা থেকে ব্যাগের একটি দাম নির্ধারণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা আমাদের প্রধান লক্ষ্য। যত দিন বাজার স্থিতিশীল না হচ্ছে, তত দিন আমাদের কার্যক্রম চালু থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button