রূপসায় স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম লাইট এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
শহিদুল্লাহ্ আল আজাদ.
স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলার রূপসা উপজেলায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রীমলাইট’ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়কের পাশে, নদীর পাশে বৃক্ষ রোপন করে। সুন্দর মনোরম সুন্দর পরিবেশ গড়ে তোলা সহ পরিবেশের ভারসাম্যকে এগিয়ে নেওয়ার জন্য, সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী- সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা।
এ ছাড়াও বৃক্ষ মানুষকে ফল, ফুল, ছায়া দেয় তাছাড়া বনজ গাছ থেকে ফার্নিচার ও জ্বালানি কাঠ পাওয়া যায় ফলজ গাছ থেকে ফল পাওয়া যায়, ঔষধি গাছ থেকে ঔষধ পাওয়া যায় আর তা থেকে উপার্জিত হতে পারে বিড়াট অংকের অর্থ। উক্ত বিষয় কে লক্ষ করে, ১৮ অক্টোবর শুক্রবার বিকালে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে ড্রীম লাইট এর স্বেচ্ছাসেবীরা।
এ ব্যাপারে ড্রিমলাইট এর প্রতিষ্ঠাতা এফ এম বুরহান বলেন, ‘বৃক্ষ হলো প্রাকৃতিক অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ এক মূহুর্তের জন্যও বাঁচতে পারে না তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা।’
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ শেখ , মোঃ শাকিম আহমেদ জোমাদ্দার, শাহিন আহমেদ জোমাদ্দার, এনামুল হক সজল , কে এম রিয়াজ আহমেদ, মোঃ মেহেবুর মোল্লা, মোঃ সাইফুল ফকির, মোঃ রাশিদ আসিফ রিপন, মোঃ সজীব, আরো উপস্থিত স্বেচ্ছাসেবী ছিলেন, মোঃ নাসিম উদ্দিন, মোঃ শাকিল গাজী, মোঃ শাহিন সরদার, আব্দুল কাদের, মোঃ কদর, সিয়াম গাজী, ফামিম, মোঃ সাজিদ, সাজিম , রাশেদ শেখ প্রমুখ।