চাষাবাদ ও কৃষি

লিডার্সের আয়োজনে শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন।

বিশেষ প্রতিনিধ

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:

 

“গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবনগড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে লিডার্সের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় গ্রামীণ নারী কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ অক্টোবর সকাল ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

 

সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উন্নয়নকর্মী সুমাইয়া জান্নাত, অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, সমাজসেবক দেবব্রত কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী এবং মিল অফিসার জয়দেব কুমার জোদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।

 

মেলায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীরা চারটি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। অংশগ্রহণকারী নারীরা এই মেলায় অংশগ্রহণ করে অত্যন্ত খুশি হন এবং তাদের উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে নতুন সম্ভাবনা ও স্বনির্ভরতার পথে অগ্রসর হওয়ার সুযোগ পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button