ধর্ম ও দর্শনসাতক্ষীরা

সাবেক এমপি হাবিব তালায় অর্ধশত পূজা মণ্ডপ পরিদর্শন।

মাহমুদুল হাসান :

বিশেষ প্রতিনিধি :

শুক্রবার (১১ অক্টোবর) সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলায় প্রায় অর্ধশত পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটতরাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা আমার দলের হলেও ছাড় পাবে না।”

হাবিব বলেন, “আগামীতে যদি কোন হিন্দু ভাই-বোনের ওপর আঘাত আসে, আমি তা প্রতিহত করবো। সম্প্রীতি বজায় রাখতে হবে। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

 

তিনি আরও জানান, “শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় আমাকে ৭০ বছরের কারাদণ্ডে বিনা চিকিৎসায় কারাগারে থাকতে হয়েছে। তবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আমি পুনরুজ্জীবিত হয়েছি।”

 

এদিন তিনি তালার খেশরা, জালালপুর, ইসলামকাটি, তেতুলিয়া, পাটকেলঘাটা ও কুমিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন পরিষদ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

 

এ সময় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, তালা উপজেলায় এবারে ১৯৬টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button