স্বাস্থ্য ও জীবনযাপন

সাতক্ষীরায় প্রথমবার স্পাইন যক্ষা অপারেশন সফল।

শেখ মাহমুদুল হাসান :

বিশেষ প্রতিনিধি  কলারোয়া সাতক্ষীরা:

সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে ইতিহাসের প্রথমবারের মতো স্পাইন যক্ষা অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন দক্ষিণ বাংলার পরিচিত স্পাইন সার্জন, সহকারী অধ্যাপক ডঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ। এ জটিল অপারেশনের আবেদনবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডঃ মোঃ মুক্তাদির তামিম।

সাতক্ষীরা জেলার পত্যন্ত শহরে এই অপারেশনটি করা হয়েছে, যা স্থানীয় রোগীদের জন্য এক নতুন আশার আলো বয়ে এনেছে। অপারেশন শেষে রোগী এবং তাদের স্বজনরা অত্যন্ত খুশি। এখন থেকে সাতক্ষীরা জেলায় মেরুদণ্ডের জটিল অপারেশনের জন্য আর অন্যত্র যাওয়ার প্রয়োজন হবে না।

 

ডা: মো: মাহমুদুল হাসান পলাশ দক্ষিণ বঙ্গের একমাত্র সার্জন যিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে স্পাইন সার্জারিতে যুক্ত আছেন এবং তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষাদান করছেন। তার এই সফলতা স্থানীয় স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button