ধর্ম ও দর্শন

সংখ্যালঘুদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

সেলিম খান :

বিশেষ প্রতিনিধি :

সংখ্যা লঘু আইন ও ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকার জাতীয় শহীদ মিনারে হিন্দু পরিশোধ ও সকল সনাতনী হিন্দু সমাজ এর আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪ ই অক্টোবর দুপুর ৩ টায় জাতীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সনাতনী ধর্মের মানুষ আসতে থাকে।সনাতন ধর্মের মানুষের কাছে এখন যেন ৮ দফা দাবি প্রাণের দাবী হয়ে উঠেছে। শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে যেন তিল ধরার ঠাঁই নাই এক সময় আন্দোলনের ব্যানার হতে শহিদ মিনারের পাশে শত শত সনাতনী ধর্মের প্রতিবাদ জানাচ্ছেন মন্দির ভাঙ্গার, কে বা হাতে ব্যানার তাতে লেখা আমার মাটি আমার মা বাংলা ছেড়ে যাবো না,কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার,আবার কারণ হাতে লেখা আমার মন্দির ভাঙ্গে কেন, এর মধ্যে সবাই মুখে মুখে স্লোগান জেগেছে রে জেগেছে হিন্দু সমাজ জেগেছে,১ দফা ১ দাবি ৮ দফার বাস্তবায়ন।

 

এসময় আন্দোলনের সাথে ঐক্যতা প্রকাশ করেন ছাত্র অধিকার পরিষদ,হিন্দু ছাত্র অধিকারী পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এ সময় কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় দেশের বিভিন্ন মন্দির, মঠ ধর্মীয় উপাসনয়ের ধর্মগুরু বক্তব্য রাখেন তারা বলেন সনাতন ধর্মর গুরুরা আজ মোট মন্দির উপাসনালয় ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে অধিকার আদায়ের জন্য। যদি আমাদের ৮ দফা দাবি পূরণ করা না হয় তাহলে বাংলাদেশের সকল সনাতন ধর্মের মানুষেরা রাস্তায় নেমে আসবে।

এ সময় ধর্মীয় গুরুরা আরো বলেন সনাতন কোন অবতার(মহামানব) ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই সনাতন ধর্মের মানুষেরা শুধু ধর্মের জন্যই জীবন দিয়েছে। প্রয়োজনে দাবি পালন করতে আমরা রাজপথে নেমে আসবো এ সময় বক্তারা আরো বলেন আমাদেরকে রাজনৈতিক তকমা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে এ সময় প্রধান উপদেষ্টার পতি আহ্বান রেখে বলেন বৈষম্যহীন বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপরে যে বৈষম্য করা হচ্ছে তা দ্রুত বন্ধ করে সংখ্যালঘু আইন ৮ দফা বাস্তবায়নের দাবি রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button