অন্যান্য সংবাদ

NUC সবুজ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শহিদুল্লাহ্ আল আজাদ:

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলায় তালা উপজেলার নাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এনইউসি সবুজ সংঘের উদ্যোগে ও কোস্টাল এইড অরগানাইজেশানের অর্থায়নে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পরিবেশ রক্ষায় গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ফারহান ইয়াসমিন লাকী, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, ক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ মুনসুর, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন প্রধান সানাউল্লাহ রিয়াদ।

এ দিকে বিশেষ আলোচনা সভা শেষ করে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নারকেল, কদবেল ও বকুল গাছ রোপণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয় এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৪ প্রকারের ১৩০ টি ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এই কার্যক্রম পরিবেশ রক্ষায় বিশেষ ভুমিকা পালন করবে বলে আশাবাদী সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button