অন্যান্য সংবাদ

রূপসায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা মূলক মানববন্ধন অনুষ্ঠিত।

শহিদুল্লাহ্ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং রূপসা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতার লক্ষে মানববন্ধন আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

রূপসা উপজেলা চত্ত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাজদিয়া সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে রচনা প্রতিয়োগীতা ও আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এ সকল কর্যক্রমে রূপসা উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২দিন ব্যাপি এ অনুষ্ঠানের ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন,  কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষা শামসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি শেখ খায়রুল আলম। সাধারণ সম্পাদক  ফরিদ শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানোন্দ মন্ডল, উপজেলা দুপ্রক সদস্য শেখ তৈয়েবুর রহমান, ওবায়দুর রাহমান, রুমানা আক্তার, সাংবাদিক মো. আখতার খান, শিক্ষক শামিম হাসান, আ: মতিন, মাওলানা গোলাম মোস্তফা, বিপ্লব  সরকার, শিমুল বিশ্বাস, গাজী বেলাল উদ্দিন, দিপালি রানী বিশ্বাস, স্বপ্না রানী বিশ্বাস, ফাতেমা খাতুন নিপা,আ: কাদের,রাকিবু হাসান, তাপশি রানী মৌলিক, শোভন লাল মালাকার,পলাশ কুমার রায়, জাকির হোসেন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button