অন্যান্য সংবাদশিক্ষাপ্রতিষ্ঠান

রূপসায় মেধাবী ছাত্রী চৈতিকে আত্মহত্যায় প্ররচনাকারী শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন। 

শহিদুল্লাহ আল আজাদ:

স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী ফাইরুজ মাহমুদ নিদ (চৈতি) কে আত্মহত্যায় প্ররচনাকারী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান, তার স্ত্রী সোনিয়া সুলতানা ও শিক্ষিকা কাকলি গাইন সহ দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার  সকালে বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের প্রেমের ফাঁদে পড়ে গত ২৪শে জুলাই মাসের চৈতি নিজ বাড়িতে আত্মহত্যা করে। এ ব্যাপারে প্রয়াত ছাত্রী চৈতীর মাতা নুরনাহার  বাদী হয়ে আদালতে শিক্ষক মাহাবুবুর রহমানের নামে মামলা দায়ের করেন। এছাড়া তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের উক্ত শিক্ষক পলাতক রয়েছে বলে জানা যায়।

 

নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রয়াত ফাইরুজ মাহমুদ (চৈতীর) পিতা ফিরোজ পাশা, মাতা নুর নাহার শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার, এলাকাবাসী আশরাফ আলী রাজ, হুমায়ূন কবীর রাজা, নিজাম উদ্দীন, মনিরা বেগম, হাফিজুর রহমান, পিয়াস শেখ, সাব্বির শেখ, হাসান মল্লিক, সাদমান, মোঃ সিদ্দিক, মোঃ তুহিন, আরমান শেখ, রেজাউল করিম, ফারুক, জনী, শফিক, হিরা শেখ, সুমন ঘোষ, প্রিন্স শেখ, আঃ হালিম, রিয়াদ শেখ, সৌমিত্র দেবনাথ, ওবায়দুল্লাহ মল্লিক, শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল হাওলাদার,

মোঃ ইউসুফ, ইব্রাহিম খলিল, মোঃ সিয়াম, লাবন্য আক্তার জ্যেতি, সুমাইয়া আক্তার ফাতেমা, সাদিয়া আক্তার লামিয়া, মারুফা, সুমাইয়া সুলতানা, মুন্নী খাতুন, সাহারা আক্তার তৃষা, শান্তনা দাস, জ্যেতি রানী পাল, সুমা খাতুন, আসাদুজ্জামান রাফি, রাহুল কুমার দাস, অর্পন পাল, আজিম শিকদার, আঃ রাজ্জাক প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button