অন্যান্য সংবাদ

খুলনায় প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন ন্যায় নিষ্ঠা এবং সত্যর প্রতীক।

শহিদুল্লাহ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

খুলনায় প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন ন্যায় নিষ্ঠা এবং সত্যর প্রতীক। তার আদর্শ এবং দিক নির্দেশনা ছিলো তৃমূল পর্যায়ের গরীব ও আত্ম মানবতার সেবা করা। তিনি একাধারে ছিলেন যেমন ক্রীড়াবিদ,মানুষ গড়ার কারিগর তেমনি সমাজের নিপীড়িত মানুষের পরম বন্ধু। তার আদর্শ শিক্ষকতায় ছিলো না কোন দাম্ভিকতা এবং অনৈতিকতার কোন নিদর্শন।তার হাত ধরেই অনেক ছাত্র ছাত্রী আজ সাফল্যর শীর্ষে পৌঁছে গেছে। তিনি নিজের বেতনের টাকা দিয়ে গরীব শিক্ষার্থীদের পড়াশোনারও খরচ বহন করতেন। তিনি ছিলেন সত্যিকারের আদর্শ শিক্ষক।

বক্তারা ২৩শে আগষ্ট শুক্রবার বিকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারি লাভলু। খান আলমগীর কবির স্মৃতি পরিষদের সভাপতি খান বজলার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ মনিরুল হক মন্টু,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস,প্রকৌশলী সুখেন রায়,জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,রূপসা উপজেলা পল্লী বিদুৎ এর এজিএম এম এ হালিম খান,প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা খান শাজাহান কবীর প্যারিস, আলমগীর কবির স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মাফতুন আহম্মেদ রাজা।

 

অধ্যক্ষ খান আলমগীর স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রয়াত অধ্যক্ষ আলমগীর কবিরের ভ্রাতা সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা এ্যাডঃ তফসিরুল ইসলাম, টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ মালেক শেখ,নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দীন মিন্টু।

 

সমাজসেবক দেলোয়ার হোসেন দিলু,মাঈনুল ইসলাম টুটুল,কামরুল ইসলাম কচি,সৈয়দ মাহামুদ আলী,সৈয়দ নিয়ামত আলী,সাবেক ছাত্রনেতা বাদশা জমাদ্দার,শামীম হাসান,আলিম খান,ওমর ফারুক,সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন,সাবেক অধ্যক্ষ মোবাশ্বের হোসেন,প্রভাষক বাশির আহম্মেদ লালু,খান মেজবা উদ্দীন সেলিম,সাবেক প্রধান শিক্ষক চন্দ্র শেখর পাল, শেখ আসাদুজ্জামান,মুসফিকুর রহমান সুমন,নাজমুল ইসলাম সোহাগ,কামরুজ্জামান নান্টু, শাহাজাদা আলমগীর, ইসরাইল বাবু,বলরাম নন্দী,জিএম হিরক,আবু দাউদ ডানিশ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button