সেলিম খান:
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই সরকারের গুরুত্ব তুলে ধরের। এই সময় দেশ স্বাধীন করতে হলে বৈদেশিক কুটনৈতি সহ মুজিবনগর সরকারের অবদান তুলে ধরেন বক্তারা। এসময় বক্তারা গভীর ভাবে সরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের।
কলারোয়া নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সাবেক উপজেলা কমান্ডার,কৃষি অফিস অফিসার, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ভিএস সাইফুল ইসলাম,প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রজেক্ট এর মাধ্যমে ১৯৭১ সালে ১৭ এপ্রিল ঐতিহাসিক মজিব নগর এর প্রামাণ্য চিত্র তুলে ধরেন। এরপরে উপজেলা মসজিদে এমাম ও খতিব মতিয়ার রহমান দোয়া পরিচালনা করেন।