কলারোয়া

কলারোয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন।

 

জুলিকার আলী,

নিজস্ব প্রতিবেদক:

 

কলারোয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের উপ শাখা বৃহস্পতিবার (২৫ জানুয়ারী)  সকালে  উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের জেলা কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, কলারোয়া রির্পোটাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সহ.সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, মাওলনা জিয়াউর রহমান জিয়া।

 

কলারোয়া ডাচ্ বাংলা ব্যাংকের উপ শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার তোফাজ্জল হোসেন, ব্যাংকের অফিসার মিজানুর রহমান, আহম্মেদ হোসেন, সাজেদুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -বাজাররের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও গন্যামান্য ব্যাক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলাওয়াত করেন-মাওলানা আব্দুল গফুর।  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কলারোয়া ডাচ্ বাংলা ব্যাংকের উপ শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার তোফাজ্জল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button