অন্যান্য সংবাদ

কমরেড সালেহা সুলতানার মরদেহে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও বাংলাদেশ নারী মুক্তি সংসদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড সালেহা সুলতানা আজ ২১ অক্টোবর ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজীবন লড়াই সংগ্রামী কমরেড সালেহা সুলতানা শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও নারী মুক্তি সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার মৃত্যু এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য অপুরণীয় ক্ষতি হলো। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

আজ সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গ এলাকায় কমরেড সালেহা সুলতানার মরদেহে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপিসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড এনামুল হক এমরান, কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড এ্যাড, শেখ টিপু সুলতান, কমরেড কিশোর রায়, কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর নেতা তৌহিদুর রহমান, শিউলি শিকদার, অতুলন দাস আলো, তাপস কুমার রায়, পার্টি সদস্য নজরুল ইসলাম, সজীব প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button