দিবস

শেখ রাসেলের জন্মদিনে শিক্ষার্থীদের নিজ হাতে পোলাও রান্না করে খাওয়ালেন কলেজের সভাপতি মায়া।

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার নিমাইদিঘী আদর্শ কলেজের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন কলেজের সভাপতি মোফাজ্জল হোসেন মায়া। তিনি ৪ নং থালতা মাঝগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।বুধবার সকাল ১০টায় নিমাইদিঘী আদর্শ কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে নিজ হাতে পোলাও রান্না করে শিক্ষার্থীদের খাওয়ালেন কলেজের সভাপতি মোফাজ্জল হোসেন মায়া ‌।

 

ব্যতিক্রম এই আয়োজন ঘিরে কলেজ মাঠে শিক্ষার্থীদের আনন্দের উল্লাস দেখা গেছে। কলেজের হলরুমে আলোচনা সভায় নিমাইদিঘী আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের সভাপতি মোফাজ্জল হোসেন মায়া । তিনি বলেন , বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর শিশু শেখ রাসেলকেও নৃশংসভাবে হত্যা করেছে ঘাতকরা। শেখ রাসেলের মধ্যে ছিলো এক মহৎ আদর্শ। আজ শেখ রাসেল বেঁচে থাকলে শোষিত মানুষের নেতা হতেন।’শেখ রাসেলের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, চেতনা ও দায়িত্ববোধ ছিলো। নব প্রজন্মের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, চেতনা ও দায়িত্ববোধ থাকলে তারা খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছবে। শেখ রাসেলের কাজের মধ্যে ছিলো ইতিবাচকতা। দেশে ইতিবাচকতা ছড়িয়ে পড়লে দেশের উন্নয়ন হবে।

 

 

এজন্য আমি শিক্ষার্থীদের ইতিবাচক কাজের দিকে ধাবিত হওয়ার জন্য আহ্বান জানাই।’ এসময় কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button