দেয়াড়া ইউনিয়নের সার ও কীটনাশক ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা।
সেলিম খান
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমানের পক্ষ থেকে দেয়াড়া ইউনিয়নের সকল সার ও কীটনাশক ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউর হক।
সার ও কীটনাশক ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান জানান কৃষকের পক্ষ নিয়ে ৩০ টাকর কীটনাশক ২০০ টাকা বিক্রি,সরকারি নির্ধারিত দামের বেশি টাকার সার বিক্রি বন্ধের ব্যাপারে নজর দারি করার জন্য তাগিদ দেন। এবং সরকারি নীতিমালা বাহিরে কেউ সার ও কীটনাশক ব্যাবসা করা যাবে না বলে হুশিয়ার করেন।
এই কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউর হক প্রতিটি ব্যাবসায়ীদের তাদের সরকারি নীতিমালা বুঝিয়ে দেন।অনুযায়ী ব্যাবসা করার তাগিদ দেন। এবং আগামীতে কেউ নীতিমালা বহির্ভূত দেখলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য মতিয়ার রহমান, মেম্বর সফিকুল ইসলাম মিলন,প্যানেল চেয়ারম্যান কাওসার হোসেন,মহিলা ইউ পি সদস্য আকলিমা খাতুন ইউনিয়নের ৯ জন সারের সাব ডিলার কীটনাশক ব্যাবসায়ী সহ প্রমূখ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।