লেখাপড়া

রাণীশংকৈলে অসহায় মেধাবী ছাত্র সালাহউদ্দীন পেলেন ত্রিশ হাজার চারশত টাকা।

অভিশেখ চন্দ্র রায়,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের জালালউদ্দিন জিল্লুরের মেধাবী সন্তান সালাহউদ্দিন
২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিবাগে জিপিএ-৫ পায়ে উত্তীর্ণ হয়। অসহায মেধাবী ছাত্র সালাহউদ্দীনের হাতে তুলে দেওয়া হলো ফেসবুকের মাধ্যমে সংগ্রহকৃত ৩০৪০০/-(ত্রিশ হাজার চারশত) টাকা।

এক প্রতিভাবান অসহায় ব্যক্তি জালালউদ্দীন।তার কোন কর্মসংস্থান নেই।সংসার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারই সন্তান সালাহউদ্দীন নানা সংকটের মধ্য দিয়ে পড়ালেখা করে জিপিএ-৫ পেয়েছে।কিন্তু দরিদ্রতার কারণে পরবর্তীতে কলেজে লেখাপড়ার খরচ কীভাবে চালাবে তা তারা ভেবে পান না।

 

এমতাবস্থায় এলাকার সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক প্রশান্ত বসাকের স্মরণাপন্ন হন।প্রশান্ত বসাক তাদের অবস্থা ফেসবুকে তুলে ধরে সাহায্যের আবেদন করলে দেশ বিদেশের সম্মানিত দাতাবৃন্দ ৩০৪০০/- টাকা ফেসবুকের মাধ্যমে অনুদান পাঠান।সে টাকা ২৭আগস্ট রবিবার দুপুরে তাদের বাসায় গিয়ে প্রশান্ত বসাক তাদের হাতে তুলে দেন।

টাকা পেয়ে জালালউদ্দীন ও তার সন্তান সালাহউদ্দীন খুব খুশি এবং তারা সম্মানিত দাতাবৃন্দ ও সমাজসেবক প্রশান্ত বসাকের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button