সাতক্ষীরা

আমেরিকার সাম্রাজ্যবাদ ও বিএনপি -জামায়াতের সন্ত্রাস রুখতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক এবং আমেরিকার সাম্রাজ্যবাদ ও বিএনপি -জামায়াতের সন্ত্রাস রুখতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আজ বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

 

 

শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে পার্টির সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক কমঃ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য সাবির হোসেন, শিক্ষক আব্দুর রউফ, স্বপন কুমার শীল, হিরন্ময় মন্ডল, প্রমুখ।

 

বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৭ আগষ্ট কমঃ রাশেদ খান মেননকে জামায়াত বিএনপি’র সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। ৩১ বছরেও তার বিচার হয়নি। তেমনি ২০০১ সালে চারজ দলীয় জোট ক্ষমতায় থাকাকালিন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ওই দলের ২৪ জন নেতা কর্মী নিহত হয়। আহত হয় দুই শতাধিক।

 

এ ছাড়া সাম্রাজ্যবাদী আমেরিকা বাংলাদেশের ভোটে অনিয়মের ধুয়ো তুলে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে এদেশের মাটিকে যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশ সরকার ও এদেশের জনগন তা মেনে নেবে না।

 

২০১৩-২০১৪ সালে জামায়াত বিএনপি সাতক্ষীরাসহ সারা দেশে যে জ্বালাও পোড়াও চালিয়ে ছাত্রলীগ নেতা মামুনসহ ১৬ জন মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে হত্যা করেছিলো সেটা আর হতে দেওয়া হবে না। যারা এ চেষ্টা করবে তাদের সেই ষড়যন্ত্রের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button