কলারোয়ায় “বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেডক্রস দিবসে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও রচনা প্রতিযোগীতা।
শেখ মাহমুদুল হাসান,
কলারোয়া( সাতক্ষীরা):
কলারোয়ায় বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস- ২৩’ পালিত হয়েছে। সোমবার(৮ মে) দিবসটি পালনে আলোচনা সভা, বৃক্ষরোপন, রচনা প্রতিযোগীতা ও ঘূর্ণিঝড় ‘মোচা’ মোকাবেলায় আগাম প্রস্তুতিতে ফাস্ট এইড ও উদ্ধারকার্যের মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কলারোয়া উপজেলা দলের আয়োজনে পাবলিক ইনস্টিটিউট চত্বরে সকাল ৯ টায় দলনেতা মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের অংশ হিসাবে “করোনা ভাইরাস” প্রতিরোধে সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভূমিকা শীর্ষক অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় ২৮ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহতী জীন হেনরী ডুনান্ট ( প্রথম শান্তিতে নোবেল পুরষ্কার জয়ী)’র জন্মদিন উপলক্ষ্যে বিশ্বের ১৯২ টি সোসাইটির ১৪+ মিলিয়ন স্বেচ্ছাসেবক সারা বিশ্বে ৮ ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসটি পালন করে আসছে বলে জানা যায়।