কলারোয়া

কলারোয়ায় আমচাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ। 

জুলফিকার আলী,

কলারোয়া প্রতিনিধি :

 

কলারোয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক এর সার্বিক সহযোগিতায় আম চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বিনিয়োগ বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, খুলনার সোশ্যাল ইসলামী ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দিন, খুলনা জোনের দ্বিতীয় কর্মকর্তা আহম্মদ আজিম (এসএভিপি), সোশ্যাল ইসলামি ব্যাংক এর সাতক্ষীরা জেলা শাখার এভিপি এ্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম প্রমূখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আমচাষীবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন-আমারা কলারোয়া উপজেলা আম চাষিদেরকে ৪% সুদে আড়াই লক্ষ টাকা করে লোন দেওয়ার আবেদন করেছিলাম কৃষিমেলার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কোন ব্যাংক কৃষকদের স্বল্প মুনাফায় লোন দিতে এগিয়ে আসেনি একমাত্র সোশ্যাল ইসলামি ব্যাংক ব্যতিত।

 

তিনি আরো বলেন-লোন না পেয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের নিকট অভিযোগ করেছি। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন-বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম বিখ্যাত। তাই এর সুনাম আমাদের ধরে রাখতে হবে। যদিও আমাদের সাতক্ষীরার চিংড়ির বাজার আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমের ক্ষেত্রে যেন কোন ষড়যন্ত্র না হয় সেদিকে চাষী এবং ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

 

তিনি আরো বলেন-আমি সোশ্যাল ইসলামি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো এই স্বল্প মুনাফায় ঋনের পরিমান যেন আরো একটু বাড়ানো হয়। আর গ্রাহকদের বলবো আপনারা সময় মতো ঋণ পরিশোধ করে দিবেন যাতে আগামী দিনে লোন পাওয়া সহজ হয়। আজ সোশ্যাল ইসলামি ব্যাংক আমচাষীদের মধ্যে স্বল্প মুনাফায় (৪%) বিনিয়োগ বিতরণ করছে।

 

অনুষ্ঠানে ৪৫ জন আমচাষীদের মাঝে বাগানের ক্যাটাগরী ও পর্বের ঋণ পরিশোধের রেকর্ড হিসাবে ১লক্ষ হতে ২লক্ষ টাকা সর্বমোট ৫০লাখ টাকার বিনিয়োগ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সোশ্যাল ইসলামী ব্যাংক এর সাতক্ষীরা জেলা শাখার এভিপি এ্যান্ড ম্যানেজার রাশিদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button