অন্যান্য সংবাদ

নওগাঁর সংগ্রামী সন্ধ্যা রানী।

অভাবের কাছে হার মানেনি আজও তিনি চিরকুমারী।

উজ্জ্বল কুমার সরকার,

নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁ শহরের পার-নওগাঁ নিবাসী সন্ধ্যা রানী মহন্ত (৪২) অভাবের কাছে হার মানেননি। যৌবনের প্রারম্ভে পিতৃহীন পরিবারে স্বার্থপর দুই ভাইয়ের গলগ্রহ না হয়ে বিধবা মা ও এক এতিম ভাইপোকে নিয়ে জীবন সংগ্রামের পথে চলা অটো চালক সন্ধ্যা রানীর।

 

 

ভবিষ্যৎ সুখময় জীবন তথা স্বামী সংসারের চিন্তা না করে চিরকুমারী থেকে একজন নারী হয়েও সমান তালে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি পাল্লা দিয়ে চলেছে সন্ধ্যার অটো চার্জার “পালকি”। এভাবেই বিগত দশটি বছর পেরিয়ে সমাজের স্বার্থপর কোন বিত্তবান, সংস্থা বা সরকারি অনুদানের দিকে না তাকিয়ে প্রতিদিনের রোজগারে চলে সন্ধ্যা রানীর পরিবারের তিন সদস্যের খাওয়া পরা।

 

কিন্ত কেউ কি ভেবেছেন কেন সন্ধ্যা রানী তার জীবন ও যৌবনের পুরোটাই পরিবারের দুই এতিমের জন্য উৎসর্গ করেছেন ? আছেন কি কোন ব্যক্তি, সমাজ, সংস্থা বা রাষ্ট্রীয় কোন কর্তৃপক্ষ সন্ধ্যা রানীর খবর নেয়ার? কে ফিরিয়ে দেবেন সন্ধ্যা রানীর হারানো দিনগুলো এবং এর জন্য দায়ী কে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button