সাতক্ষীরা

দেবহাটায় নববর্ষ ও ঈদুল ফিতর পালনে প্রস্তুতি সভা।

দেবহাটা প্রতিনিধি :

 

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ পালন ও পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার  ২০২৩ ইং সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) সানওয়ার হুসাইন মাসুম ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় দিবসগুলো যথাযথভাবে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button