খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রী

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে আটটি প্রতিষ্ঠাকে ২৩ হাজার টাকা জরিমানা। 

উজ্জ্বল কুমার সরকার :

নওগাঁ প্রতিনিধিঃ

 

সমন্বিত অভিযান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নওগাঁ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, নওগাঁ
অদ্য ১০ এপ্রিল, ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার উকিলপাড়া, মিষ্টিপট্টি ও আটাপট্টি এলাকায় খাবার হোটেল ও ভ্যারাইটিজ দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

উক্ত অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৩,০০০/-(তেইশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

অভিযানে জেলা পুলিশ লাইনসের একটি চৌকষ টিম সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button