বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১০ দফা দাবি।
অমল তালুকদার,
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিদ্যুৎ, গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামীলীগ সরকারের লাগামহীন দুর্নীতি এবং কেন্দ্র ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরগুনার পাথরঘাটায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ৩ টা থেকে ৫টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে দু’ঘন্টা এ অবস্থান কর্মসূচি পালন করে। এতে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বরগুনা জেলা বিএনপির সদস্য এডভোকেট সগির হোসেন লিওন। এতে পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বেবক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক এম ইসমাঈল শিকদার, যুবনেতা লিটন, সোহাগ, গিয়াস, ছাত্রদল নেতা মামুন আহম্মদ, রাহাত ও খায়রুলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যাঁতাকলে ফেলে সাধারণ মানুষকে অন্যায় ভাবে হয়রানি ও নির্যাতন করছে সরকার। গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানান তিনি।