কলারোয়া

কলারোয়ায়  অসহায় কৃষকের নামে হয়রাণী মূলক ৩টি মামলা দেয়ার অভিযোগ। 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

সাতক্ষীরার কলারোয়ায় জমি দখল নিতে না পারায় এক অসহায় কৃষকের নামে ৩টি মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে।

 

ঘটনাটি ঘটেছে-উপজেলার পাটুলিয়া গ্রামে। ঘটনার বিবরণে ও ক্ষতিগ্রস্ত কৃষক তবিবুর রহমান বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম জানান-তার পাটুলিয়া মৌজায় ৫৩১ দাগে পুকুরসহ ধান চাষের ১৩শতক জমি আছে। ওই জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠে একই এলাকার নুরুল হক গাজীর মেয়ে মৌসুমী খাতুন।

 

তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হয়রানী মূলক অভিযোগ দিয়ে জমি দখলের চেষ্টা করে। এতে সে বার বার
চেষ্টা করেও জমি দখল নিতে না পারায় এলাকার কিছু কুচক্রি ব্যক্তির প্রলোভনে পড়ে হয়রাণী মূলক ৩টি মামলা দিয়েছে। তিনি অরো বলেন-১৭সালে ওই জমি
ক্রয় করার পর থেকে বিরোধ চলে আসছে। পাটুলিয়া গ্রামের মৃত খোদাবক্স গাজীর ছেলে নুরুল হক গাজী বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মিথ্যা মারামারির অভিযোগ
তুলে সিআর-৫৫/২৩ মামলা দায়ের করেন।

 

এর আগে তার মেয়ে মৌসুমী খাতুন কলারোয়া
থানায় হয়রানী মূলক একটি জিডি করেন। যার নন এফআইআর প্রসিকিউশন নং-১৬৪/২২। এর পরে কলারোয়া থানায় মৌসুমী খাতুন বাদী হয়ে নিরহ কৃষক জাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, সোহরাব আলীর নামে মিথ্যা ও হয়রানী মুলক আরো একটি মামলা
নং-২২/২০২৩ দায়ের করেন।

 

এদিকে এই মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে নিরহ
কৃষক জাহিদুল ইসলাম জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button