সাহিত্য ও সংস্কৃতি
প্রেরণা দিও
প্রেরণা দিও
বঙ্গপ্রেমিক শাহীনূর রহমান
সাহস দিও প্রেরণা দিও উৎসাহ দিও মনে
আমি যেন এগিয়ে যায় আরও নিত্যতার সনে।
সত্যবাণী আমি যেন রচন করি রোজ,
চলার পথে দিশারি হয়ে আমার রেখো খোঁজ।
অন্যায় যেন আমি না করি নাহি দেই প্রশ্রয়,
সুখের দিনে দরিদ্র, অসহায় অনাথের খোঁজ লয়।
অন্যায়কারীর বিরুদ্ধে যেন আমার কলম চলে,
অবহেলিত মানুষের কথা ধরি যেন আমি তুলে।
সত্য প্রকাশে আমি যেন হয় নির্ভীক পলোয়ান,
ছন্দাবদ্ধ শব্দ যেন কম্পিত করে বৈরীপশুর প্রাণ।
আমি যেন প্রতিবাদী ছন্দে কাব্য লেখতে পারি,
অপরাধী,অত্যাচারীর হৃদয়ে শব্দের তীর গাড়ী।
ন্যায়ের কথা, নীতির কথা বলি যেন অবিরাম,
সহ্য যেন নাহি করি„দেশ, জাতির, ধর্মের অপমান।
ন্যায়েরপথে চলি যেন আমি “আশিস” করো মোরে,
সত্যের প্রদীপ হস্তে নিয়ে জেগে উঠি প্রতি ভোরে।