আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক।
জুলফিকার আলী,
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় কলারোয়ায় চলমান নতুন ঘরের মালামাল ও নির্মাণ কাজ এবং পূর্বের নির্মাণকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এর পরিচালক-৩ আব্দুল্লাহ আল খায়রুম।
বুধবার বেলা ১০টার দিকে তিনি কলারোয়ায় আসেন। এর পরে তিনি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধার সাথে নিয়ে আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর পরিদর্শন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয় এর পরিচালক-৩ আব্দুল্লাহ আল মামুন চলমান আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ঘরের গুণগত মান ও নির্মাণসামগ্রী দেখে সন্তোষ প্রকাশ করেন।