বিনোদন

মুন্সীগঞ্জে এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩০ বছর পূর্তি উদযাপন।

শাহনাজ বেগম:

” আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি ” এই মন্ত্রকে ধারণ করে দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বর্তমানে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩০ বছরপূর্তি উদযাপিত হয়েছে।

 

৪ মার্চ শনিবার সকাল আটটা থেকে রেজিস্ট্রেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শহরের সুপার মার্কেট চত্বরে শোভাযাত্রায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি তহুরা জামান।

 

শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও থিম সং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।

এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেন শিক্ষাবিদ খালেদা খানম, স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক শিক্ষক মিয়া মোহাম্মদ হানিফ সাবেক শিক্ষার্থী তহুরা জামান, এডভোকেট নাসিমা আক্তার, হামিদা খাতুন।

আলোচনা পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
একই সাথে স্কুলের দশজন শিক্ষার্থীর হাতে এককালীন বৃত্তি ও একজন শিক্ষার্থীর হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

আলোচনা পর্ব শেষে শুরু হয় স্মৃতিচারণ। ষাটের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ব্যাচের ছাত্রীদের পর্যায়ক্রমে স্মৃতিচারণের মধ্য দিয়ে স্কুল জীবনের স্মৃতি ভেসে ওঠে উপস্থিত সকলের মানসপটে।

 

পুরোনো শিক্ষক, বন্ধুদের পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে সাবেক শিক্ষার্থীরা।
দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

লটারী ও কুপন ড্র অনুষ্ঠিত হওয়ার পর স্কুলের প্রাক্রন শিক্ষার্থীদের নাচ গান কবিতায় মুখরিত হয় স্কুল প্রাঙ্গন।
শিশির রহমান ও সুদীপের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নেচে গেয়ে প্রাণবন্ত উপভোগের রেশ নিয়ে বাড়ি ফেরে মিলন মেলায় আগত শিক্ষার্থীরা।

অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো চমৎকার একটি উপভোগ্য মিলন মেলা উপহার দেন প্রাক্তন ছাত্রী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button