কলারোয়া

সাতক্ষীরার কলারোয়ায় আশ্রায়ণ প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি ।। আটক-২

জুলফিকারআলী,

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় জয়নগর মিশন পাড়ায় আশ্রায়ন প্রকল্প-২ এর সরকারি বরাদ্দ কৃত নির্মাণাধীন ঘরের ইট,
রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরির দায়ে ২ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের মিশন খ্রীষ্টান পাড়া সংলগ্ন আশ্রায়ণ প্রকল্প-২ এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন আবাসন স্থলে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, জয়নগর মিশন পাড়ায় সরকারি বরাদ্দ কৃত ভূমিহীনদের আবাসন প্রকল্পের ঘরের নির্মাণ
কাজ দীর্ঘদিন যাবৎ পর্যায়ক্রমে চলে আসছে। ইতোমধ্যে জানা যায়, নির্মাণাধীন আবাসন স্থল থেকে ইট, সিমেন্ট ও রড সহ বিভিন্ন নির্মান সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে  গোপনে ঘটনাস্থলটি দেখভালের ব্যবস্থা
করা হয়। এরই মাঝে বুধবার (১মার্চ) গভীর রাত থেকে ঘর নির্মাণের জন্য রাখা ১০হাজার হাজার ইট, সিমেন্টের বস্তা ও লোহার রড চুরি করে অন্যত্র নিয়ে রাখা হচ্ছে বলে জানা যায়।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঘটনাস্থলে যেয়ে চুরি যাওয়া সকল নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়। আশ্রায়ণ প্রকল্পের পার্শ্ববর্তী বাড়ি থেকে নির্মাণ সামগ্রী উদ্ধার করার পর ওই বাড়ির সদস্যা

সুমিত্রার স্বীকারক্তিতে তাকে সহ অপর এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ১০হাজার ইট, ৪৫ বস্তা সিমেন্ট ও ৩ মণ রড জব্দ
করা হয়।

 

এ ব্যাপারে, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রণব কুমার বাদি হয়ে আটককৃত সুমিত্রা এবং আনন্দ, মহাদেব সহ কয়েকজনের বিরুদ্ধে কলারোয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেন। চুরি যাওয়া নির্মাণাধীন সামগ্রী
উদ্ধারকালে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button