দিবস

ঝিকরগাছায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঝিকরগাছায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাবিবুর রহমান নয়ন স্টাফ রিপোর্ট

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন থানার এসআই (নিঃ) আমির হোসাইন।

ঝিকরগাছায় বিদ্যালয়ের নামে মামলা থাকার পরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় ইউএনও’র নিকট অভিযোগ

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকার পরও সভাপতি আব্দুস ছাত্তার নিজ ক্ষমতার অপব্যবহার করে পত্রিকার মাধ্যমে ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে অভিযোগ উঠেছে। যার কারণে শিওরদাহ গ্রামের মৃত. রহিম বকস মন্ডলের ছেলে মোঃ মোজাফ্ফর হোসেন বাদি হয়ে মঙ্গলবার (২৭/১২/২০২২) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে। মামলা নং ১১৫/২২, তারিখ- ০৭/০৪/২০২২ইং। এছাড়াও উক্ত বিদ্যালয় থেকে অভিভাবক সদস্য হামিদুর রহমান, পলি খাতুন ও কামারুল ইসলাম অবহতি গ্রহণ করেছেন। ২৫/১২/২০২২ইং তারিখে বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছাত্তার সরকারি বিধি মোতাবেক শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদে একজন প্রধান শিক্ষক, একজন পরিচ্ছন্নতাকর্মী, একজন আয়া ও একজন অফিস সহায়ক আবশ্যক মর্মে পত্রিকাতে তার মোবাইল নং সহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার কারণে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী মোঃ মোজাফ্ফর হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমিন বলেন, বিদ্যালয়ে কমিটি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার মিটিং বা রেজুলেশন হয়নি। যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে সেটা সভাপতিই জানেন। তিনি কি ভাবে সেটা প্রকাশ করেছেন।
সভাপতি আব্দুস ছাত্তার বলেন, আমাদের সরকারি পিপি বলেছে এবং লিখিত দিয়েছে নিয়োগ দিলে কোনো সমস্যা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা বলেন, নিয়োগ সংক্রান্ত মামলা থাকলে সমস্যা। তা না হলে কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমার নিকট কেউ আসেনি। তারা আসলে আমি বিষয়টা দেখবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button