সাতক্ষীরা

সাতক্ষীরার হাবিবুরের হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন।

শেখ সালাউদ্দিন, কালিগন্জ( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ

সাতক্ষীরায় অবস্থিত মাসজিদে কুবা এটি সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি মসজিদ।
সাতক্ষীরার হাবিবুরের হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির জন্য আগামী রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হচ্ছে। সাতক্ষীরার ছেলে মোঃ হাবিবুর রহমানের লেখা কুরআন শরীফটির বৈশিষ্ট্য হলো: দৈর্ঘ্য- ১১ফুট, প্রস্থ- ১৭ ফুট ৩ ইঞ্চি, পৃষ্ঠার সংখ্যা- ১৪২ পাতা, ওজন- ৪শত ৫ কেজি, ব্যবহারিত আর্ট পেপারের সংখ্যা ৩৪০৮টি, ব্যবহৃত কলমের সংখ্যা- ৬৬০টি ওয়াটার পুরুফ পার্সানেন্ট মার্কার পেন, লেখার কালার- লাল, নিল, সবুজ, কালো, প্রতি পাতায় কলমের সংখ্যা- ৪টি, মার্জিনএবং পেজের ডিজাইন করতে ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) বার আল্লাহু শব্দটি লেখা হয়েছে, লেখার মোট সময়কাল- ৬বছর ৮মাস ২৩ দিন।

উক্ত মসজিদের কমিটি সহ সকল মুসল্লী হাবিবুরের প্রসংশা করেছেন। তাকে সবাই স্নেহ করেন। তার হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরীফ দেখতে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button