জেলে পরিবারের ছেলে ইমনের গোল্ডেন এ+ অর্জন…
জেলে পরিবারের ছেলে ইমনের গোল্ডেন এ+ অর্জন…
তরিকুল ইসলাম (তারেক) স্টাফ রিপোর্ট
জয়পুরহাটে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে জেলের ছেলে ইমন চন্দ্র ।
অনেক বছর আগেই পিতা মারা গেছে ইমনের। পিতার মৃত্যুর পর অভাবী সংসারের দায়িত্ব তার উপরে পরে।
শুরু করেন জেলের কাজ। চুক্তিতে মানুষের পুকুরের মাছ ধরার কাজ বেছে নেয় ছেলেটি । মা রবিবালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের আহার মুখে তুলে দেওয়ার জন্যে ইমন মাথার খাম পায়ে ফেলে খাটতে থাকেন। শত কষ্ট হলেও পড়া লেখার হাল ছাড়েননি। কষ্ট, বাধা পেরিয়ে পড়ালেখা চালিয়ে যায় ইমন। মায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরাও ইমনকে সাহস জোগাতে থাকে । সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিক্ষকরা। এসএসসি পরীক্ষায় কোথাও প্রাইভেট বা কোচিং করার সুযোগ হয়নি এই ছেলেটির।
এবার এসএসসি পরীক্ষায় পুরানাপৈল ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হয় সে। তার বাড়ি ওই ইউনিয়নের শালগ্রামে।
উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষা উপকরণ ক্রয় সহ নানা দুশ্চিন্তায় দিন পার করছে এই মেধাবী শিক্ষার্থী।