অন্যান্য সংবাদ

মুগদায় দেশি-বিদেশি ব্রান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ সহ গ্রেফতার ৫

 মোঃ রাসেল সরকার

রাজধানীর মুগদায় তৈরি হচ্ছে দেশি-বিদেশি ব্রান্ডের নকল মেহেদী, অলিভ অয়েলসহ নানা প্রসাধনী। আর তা পৌঁছে যাচ্ছে ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী ও সরঞ্জামাসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মহিউদ্দিন ওরফে সাগর, মোঃ নাজিম হোসেন, এমকে পারভজে, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ উজ্জল হোসেন মুকুল। গতকাল সোমবার (২৮ নভেম্বর ২০২২) রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নকল অলিভ অয়েল ৪০০ বোতল, উৎসব একটিভ গোল্ড মেহেদি ৩০ বক্স, কাবেরী একটিভ গোল্ড মেহেদি ২০ বক্স, নেহা ফাস্ট মেহেদি ৩০ বক্স, ক্রিম ব্রস্ট ১২০ পিস, লুজ অলিভ ওয়েল ২০ লিটার, অলিভ অয়েলের এর খালি বোতল ১৩০টি, লোহার তৈরি ২টি ক্যাপ সিলিং মেশিন, লোহা ও স্টীল দ্বারা তৈরি ১টি ক্রিম ফিলিং ম্যানুয়াল মেশিন, হিট/গান মেশিন ২টি, ক্যাস্টর অয়েল ৪০০ বোতল, গ্লিসািরন ১৫০ পিস, হহেয়ার রিমুভার ক্রিম ১২০ পিস ও ডক্টর সেফ ওয়াস ৮০ পিস জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২) বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার। দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আমাদের কাছে তথ্য আসে যে মুগদার মান্ডা এলাকার একটি বাসায় দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের ভেজাল প্রসাধনী তৈরি হচ্ছে এবং তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় ওই বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে দেশি-বিদেশি বিভিন্ন নামকরা ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। ডিবি প্রধান বলেন, এতে করে ভাল কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভেজাল প্রসাধনী দ্রব্য ব্যবহার করার কারণে সাধারণ ভোক্তাদের ক্যান্সার, চর্ম রোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই সংঘবদ্ধ নকল প্রসাধনী দ্রব্য উৎপাদন চক্রটি অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল বাণিজ্যিক প্রতীক এমনকি মোড়কের লেভেলে নকল বিএসটিআই প্রতীকও ব্যবহার করছে। ডিএমপির মুগদা থানায় রুজুকৃত বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আদালাত গ্রেফতারকৃতদের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button