অভয়নগরে স্বামীর ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে।
অভয়নগরে স্বামীর ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে।
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্ত্রী শিউলি বেগম কে স্বামীর সব সম্পত্তি লিখে না দেওয়া আপন ভাই ও ভাড়াটিয়া বাহিনীদের নিয়ে নিজ স্বামীর ঘরে ব্যপক ভাংচুর ও ৩টি ভ্যান ও একটি টলার যোগে মালামাল লুট করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়াগেছে। ঘটনা টি ঘটেছে উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে। ঘটনা সরেজমিনে দেখাগেছে ঘরের বারান্দায় ফ্রিজ ভাংগা, ঘরের যাবতীয় জিনিষপত্র ছড়ানো ছিটানো,ভাংচুর লুটপাটের চিন্হ বিদ্যমান। জানতে চাইলে স্থানীয় তপন নামে একজন জানালেন গতকাল রাতে মানুর বাড়ীতে খুব চিল্লাপাল্লা হয়েছে।তবে জানাগেছে স্থানীয় মানু মোল্যার সাথে খুলনা দিঘলিয়া থানার সুগন্ধিগ্রামের মৃত ওহাব শেখের মেয়ে শিউলি বেগমের সাথে ২৯ বছর আগে বিবাহ হয় তাদের।একটি মাত্র কন্যা সন্তান থাকায় মানু মোল্যার সম্পত্তি নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্য কথা কাটাকাটি হত।তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধা ৭ টারদিকে শিউলি বেগম তার বোন নীলা হামিদ,দু ভাই শরিফুল ও সাইফুল সহ বেশ কিছু লোক এসে অতর্কিত ভাবে বাড়ী হামলা করেছে এবং ৩টি ভ্যান ও একটি টলারে করে যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বর সালাম হোসেন জানিয়েছেন পারিবারিক সমস্যা তবে গত রাতে বেশ ঝামেলা হয়েছে। মানু মোল্যা জানিয়েছে গত ৭ দিন আগে তার কাছ থেকে স্ত্রী শিউলি ঘর বাড়ী সহ ১২ শতক জমি জোর করে তার নামে লিখে নিয়েছেন।বাকী সব জমি জায়গা মেয়ের নামে ও শিউলির নামে লিখে না দেওয়ায় তার বাড়ীতে হামলা করেছে। তিনি আরো জানান শ্বশুর বড়ী যাবার কথা বলে নিয়ে গিয়ে তাকে আটকিয়ে রেখে নির্যাতন করে ঘরবাড়ী লিখে নিয়েছে। এ বিষয়ে অভয়নগর থানায় মানু মোল্লা বাদি হয়ে, একটি একটি লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।