ঈদযাত্রায় যানজটের শঙ্কা
বাজার বসায় ও সংস্কারকাজ চলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আটটি স্থানে যানজট হচ্ছে। যানজটের কারণে বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে যানজটের কারণে এক ঘণ্টার পথ অতিক্রম করতে অনেক সময় সাত–আট ঘণ্টা লেগে যায়। ঈদযাত্রায় এ অংশে যানজট ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় চার লেনের সংস্কারকাজের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। সংস্কারকাজ চলাকালীন চার লেনের যানবাহনগুলো দুই লেনে চলাচল করে। এ সময় অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী যানবাহন ও ভিআইপিদের ব্যক্তিগত গাড়ি নিয়ম লঙ্ঘন করে চলাচল করে। এতে মহাসড়কের ওই অংশে যানজট সৃষ্টি হয়। অনেক সময় সংস্কার এলাকার কয়েক কিলোমিটারে সৃষ্টি হওয়া যানজট ধীরে ধীরে ঢাকার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা পর্যন্ত পৌঁছে।