তিন দাবিতে সংসদ ভবন থেকে গণভবনে সোহেল তাজের পদযাত্রা
তেমন কোনো প্রচার ছিল না, শুধু ফেসবুকে পদযাত্রার ঘোষণাটি দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। গত বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে দেওয়া সেই ঘোষণায় তিনি বলেছিলেন, রোববার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে পদযাত্রা করে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন পর্যন্ত যাবেন। কেউ চাইলে তাঁর সঙ্গে পদযাত্রায় শামিল হতে পারেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বরকে (জেল হত্যা দিবস) জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিনটি দাবিতে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন।
আজ রোববার নির্ধারিত সময়ের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে দেখা গেল, ৫০-৬০ জন তরুণ-তরুণী অপেক্ষা করছেন। তাঁদের বেশির ভাগই এসেছেন রাজধানীর বিভিন্ন এলাকা ও গাজীপুরের কাপাসিয়া থেকে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হন সোহেল তাজের বোন মাহজাবীন আহমেদ ও আইনজীবী তুরিন আফরোজ। বিকেল সোয়া চারটার দিকে সেখানে এসে পৌঁছান সোহেল তাজ (তানজিম আহমদ)। এরপরই অপেক্ষমাণ নেতা-কর্মীদের নিয়ে গণভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন তিনি। তখন তাঁর সঙ্গে দেড় শতাধিক নেতা-কর্মী ছিলেন।