কলারোয়ারাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনায় ধাবিত হচ্ছে দেশ : কলারোয়ায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন- মার্চ মাস বাঙ্গালী জাতির জন্য একটি গর্বের মাস। এই মাসেই বঙ্গবন্ধু জন্ম গ্রহন করেছিলেন। এই মাসেই ঐতিহাসিক ৭মার্চের ভাষনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার পথ সুগম করেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্রে সাধারণ মানুষের অর্থনেতিক মুক্তি,শিক্ষাদিক্ষাসহ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহন করেছিলেন। দীর্ঘ আন্দোলনের পর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশ মুক্তিযদ্ধের চেতনায় ধাবিত হচ্ছে। পর্যায়ক্রমে আমরা স্বল্পোন্নত দেশে এগিয়ে যাচ্ছি। ৪১সালে আমরা উন্নত দেশ হবো। শিক্ষা মাথাপিচু আয় সহ অনেক সূচকে ভালো অবস্থানে আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শতভাগ বিদ্যুতায়নে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে আগামি ৪বছর পর দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে আমরা সব থেকে বিদ্যুৎ উৎডাদন রাষ্ট্রে পরিণত হবো। রাস্তাঘাট তৈরি, বিনা পয়সায় শিক্ষার্থীদের বই প্রদান, খাদ্য কৃষি বিপ্লব সহ ব্যাপক পরিবর্তন হয়েছে। কলারোয়ায় স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেন- কলারোয়া হলো আমার প্রিয় জায়গা। আমি এখানে ১৯৮৭-৮৮সালে মোটরসাইকেল চালিয়ে এসে ইরিগ্রেশনের কাজ করতাম। তুলসীডাঙ্গার ফুড গোডাউন, সাতক্ষীরার জেলখানা আমার তৈরি করা। বিএম নজরুল ইসলাম ভাইয়ের ভাটা, রব্বানী সাহেবের ইটের ভাটা থেকে প্রচুর পরিমানে ইট নিয়েছে। আমি যাওয়ার সময় আমার যে গাড়িখানা ছিলো সেটা যাওয়ার সময় নজরুল ভাইকে দিয়ে ইটের টাকা পরিশোধ করে চলে যাই। কাজেই এখানে অধ্যাপক ফারুক হোসেন, হোসেন আলী চেয়ারম্যান, শহিদুল ইসলাম, শিক্ষক বনি আমিন সহ অনেকের সাথে আমার পরিচয় ঘটে। এমন কোন গ্রাম নেই যেখানে আমি যাইনি। কলারোয়ার কথা বললে আমার মন দূর্বল হয়ে পড়ে। মন উৎফুল্লহ হয়ে ওঠে। দীর্ঘদিন কলারোয়ায় বিচরণের কারণে বহু মানুষের সাথে আমার পরিচয় আছে। বৃহস্পতিবার (২৪মার্চ) বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়ায় “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ:বঙ্গবন্ধু হতে প্রধানমস্ত্রী শেখ হাসিনা শীর্ষক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রতিমন্ত্রীর স্ত্রী বিশিষ্ট নারী সংগঠক তন্দ্রা ভট্টাচার্য, তালা-কলারোয়ার এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক এমপি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাণ্টু,অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), অধ্যাপক এমএ কালাম, রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, বেনজির হেলাল, সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আশোক কুমার। পরে কলারোয়া উপজেলার সীমান্তবতীি কেড়াগাছিতে শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে আয়োজিত ৫ম দোলযাত্রার ৪দিন ব্যাপি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সেখানে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন-ধর্ম যার যার উৎসব সবার। বিশ্ব শান্তি ও মানব কল্যাণে ব্রক্ষ¥ হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের ধর্মীয় আয়োজন ভৌগলিক সীমা অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে রুপ নিয়েছে। তীর্থ স্থানে পরিণত হয়েছে। গণতান্ত্রিক এদেশে ধর্ম বর্ণ নির্বেশেষে সকল মানুষের অধিকার সমান। আমরা সকলে ভাই ভাই একে অন্যের সাথে বিরোধ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে সমাজ ও রাস্ট্রের শান্তির জন্য ঐক্যবন্ধভাবে বসবাস করে অসম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি এসময় হরিদাস ঠাকুর আশ্রামের অবকাঠামো উন্নয়নে ১০লক্ষ টাকার সহায়য়তার ঘোষনা দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি হরিদাস ঠাকুর আশ্রামের একটি মাস্টারপ্ল্যান ডিও লেটার প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রতিমন্ত্রীর স্ত্রী বিশিষ্ট নারী সংগঠক তন্দ্রা ভট্টাচার্য, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার ভুমি আল আমীন হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সনৎ কুমার, লেঃকর্নেল মোহাম্মাদ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button