জাতীয়

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জাল সনদের কারবার

জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনদসহ গুরুত্বপূর্ণ নথি জাল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, এই চক্র গত ৮–১০ বছর ধরে এসব জাল–জালিয়াতির সঙ্গে যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জালিয়াতিতে জড়তি থাকার কথা স্বীকার করেছেন।

আজ মঙ্গলবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি করছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। বিজ্ঞাপনটি র‌্যাবের সাইবার মনিটরিং সেলের নজরে এলে তারা অনুসন্ধান শুরু করে। ভুয়া জাতীয় পরিচয়পত্রের জন্য ৮–১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য ৩–৪ হাজার টাকা নিত প্রতারক চক্র।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. গোলাম মোস্তফা (৬০), মো. জালাল বাশার (৫৪), মো. মুসলিম উদ্দিন (৬৫), মো. মিনারুল ইসলাম ওরফে মিন্নি (২২) ও মো. তারেক মৃধা (২১)। গতকাল সোমবার রাজধানীর মালিবাগ, বাসাবো, শাহজাহানপুর ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব–৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button