সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বিশেষ সভায় মানববন্ধন ঘোষনা
প্রেসবিজ্ঞপ্তি : নদী বাঁচাও, অবৈধ দখল উচ্ছেদ ও ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষে সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে লাবসা ইউনিয়নের তালতলা এলাকায় জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক।
সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলি, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সামাদ, আব্দুর রব পলাশ, শেখ শওকত আলী, আবু সুফিয়ান সজল, সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউছুফ আলী, দপ্তর সম্পাদক শেখ হাফিজুর রহমান, সদস্য মো: আলিমুজ্জামান আলিম,
ইকবাল হোসেন, সুখপদ ব্যানার্জী সহ নেতৃবৃন্দ প্রমুখ। বিশেষ সভায় নৌ-খাল দখলকৃত উচ্ছেদ, বেতনানদী খননের সিডিউল সাইনবোর্ড টাঙানোর দাবিতে ও একটি মহলকর্তৃক বেতনা খননের মাটি বিক্রির পায়তারা ও টিসিবি পন্য তালিকা অনিয়মের প্রতিবাদে আগামী ২৩ মার্চ বিকাল ৩ টায় বিনেরপোতায় মানববন্ধন ও ২৭ মার্চ বিকাল ৩ টায় বাবুলিয়া বাজারস্থ মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসক মহোদয় ও পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্মকর্তার সাথে মতবিনিময় করার সিন্ধান্ত গ্রহন করা হয়।