কলারোয়ায় মানব উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে
“মানব উন্নয়ন সংস্থার” সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত, এতিম, দলিত, হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, প্রধান শিক্ষক মোছাঃ রেহেনা সুলতানা, সংস্থার কো-অর্ডিনেটর (প্রকল্প) সাজু হালদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কাদের, মিরাজ হোসেন, রুস্তম আলী, মশিউর রহমান (বাবলু) সেচ্ছা-সেবক আল মামুন রানা, আশরাফুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।
সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান বলেন – সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য সরকারের পাশাপাশি আমাদের মতো বেসরকারি সংস্থার এগিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছি। যাতে, তারা শিক্ষা থেকে ঝরে না পাড়ে। আর আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য সমাজের বিত্তবানদের সংস্থার পাশে থেকে অসহায়দের সহায়তার জন্য উদিত আহ্বান জানাচ্ছি।
প্রধান শিক্ষক মোছাঃ রেহেনা সুলতানা বলেন – মহামারী করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। সরকারি উপবৃত্তি সহ অন্যান্য সুবিধার সাথে বেসরকারি সংস্থার শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে নতুন করে উদ্দীপনের সঞ্চার করবে। এজন্য আমি সহ আমার সমস্ত শিক্ষক মন্ডলী সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এছাড়া উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত কাজের প্রশংসা করে একাজ অব্যাহত রাখার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।