খেলাধুলা

মোস্তাফিজের আইপিএলের দল দিল্লির টিম বাসে হামলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরুর হতে বাকি আর মাত্র ১০ দিন। তার আগেই বড় প্রশ্নের মুখে টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা। মুম্বাইয়ে হামলার শিকার হয়েছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের টিম বাস। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইতোমধ্যে মুম্বাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এমন খবর জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

 

চলতি মাসের ২৬ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালস এখন মুম্বাইয়ে অবস্থা করছে। সেখানে মঙ্গলবার রাতে একটি রাস্তার ধারে রাখা ছিল দিল্লির টিম বাসটি।সেখানেই টিম বাসে অজ্ঞাত পরিচয় ৫-৬ জন হামলা চালিয়ে তা ভাঙচুরের চেষ্টাও করা হয়। হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সকলেই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। মূলত এ কারণেই ক্ষোভ হামলাকারীদের। তাদের প্রশ্ন মুম্বাইয়ে প্রতিযোগিতা হচ্ছে অথচ স্থানীয় কোনও পরিবহণ সংস্থার থেকে কেন বাস নেয়া হয়নি? উত্তরপ্রদেশ থেকে কেন বাস আনতে হবে? ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য উপযুক্ত বাস কি মুম্বাই বা মহারাষ্ট্রে নেই?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button