পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য ক্ষমার অযোগ্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমার অযোগ্য ‘অপরাধ’ করেছেন বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।তিনি বলেন, আমরা একজন রাষ্ট্রপ্রধানের (জো বাইডেন) এ ধরনের বক্তব্যকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে মনে করি, যাদের বোমায় বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে খবর আনাদোলুর।এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি মনে করে তিনি (পুতিন) একজন ‘যুদ্ধাপরাধী’।এর আগে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ উল্লেখ করে মার্কিন সিনেটে প্রস্তাব পাশ হয়েছে। পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে নিন্দা জানাতে আনা প্রস্তাবে সর্বসম্মতি দেন মার্কিন সিনেটের সদস্যরা। বিরল ক্রসপার্টি ভোটাভুটিতে সিনেট সদস্যরা পুতিন ও তার সরকারের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ, সহিংসতা ও যুদ্ধাপরাধের নিন্দা জানাচ্ছে মার্কিন সিনেট। এ অপরাধ করছে রাশিয়ান বাহিনী।ভোটাভুটির আগে মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার সিনেটে বক্তৃতা দেন। তিনি বলেন, ইউক্রেনে ‘নৃশংসতার’ চালানোর জন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনতে হবে।